বিশ্বকাপ দলে না থাকতে পারলে মেন্টর হবেন উইলিয়ামসন

0

আইপিএলে পাওয়া চোটে কেন উইলিয়ামসনের ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। শেষ পর্যন্ত সেরে না উঠলে অধিনায়ককে ভিন্ন ভূমিকায় দেখতে চান গ্যারি স্টেড। নিউ জিল্যান্ড কোচ বলেছেন, বিশ্ব সেরার মঞ্চে ডানহাতি এই ব্যাটসম্যানকে মেন্টর হিসেবে দলের সঙ্গে রাখতে পারেন তারা। 

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বুধবার (২৬ এপ্রিল) স্টেডের সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হয়, উইলিয়ামসনকে বিশ্বকাপে মেন্টর হিসেবে দলে রাখা হবে কিনা। নিউ জিল্যান্ড কোচ বলেন, হ্যাঁ, অবশ্যই।

প্রসঙ্গত, চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ের সময় সীমানায় ছক্কা বাঁচাতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান গুজরাট টাইটান্সের উইলিয়ামসন। এতে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। দেশে ফেরেন ক্রাচে ভর দিয়ে। বিশেষজ্ঞ দেখিয়ে নিশ্চিত হয়, তার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। সম্প্রতি তার সফল অস্ত্রোপচার হয়েছে। পুনর্বাসনে এখন চলছে ফেরার লড়াই।  এই ধরনের অস্ত্রোপচারের পর সেরে উঠতে সাধারণত ৬ মাস সময় লেগে যায়। এজন্য অনিশ্চয়তায় পড়ে গেছে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপে উইলিয়ামসনের খেলার বিষয়টি। ভারতে বিশ্বকাপ শুরু হতে পারে আগামী ৫ অক্টোবর। ফলে এই সময়ের আগে ফিট হওয়া বেশ কঠিনই হবে অভিজ্ঞ ব্যাটসম্যানের জন্য। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here