কুড়িগ্রামে ছিনতাইকৃত ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৩

0

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার বিকাশ কর্মী শুভ কুমার রায়ের ছিনতাই হওয়া ১৫ লাখ টাকার মধ্যে ১৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। সেইসাথে ছিনতাইয়ে সহায়তার মোটরসাইকেল উদ্ধারসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় মামলা শেষে বুধবার বিকেলে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল সকাল ১১টার দিকে বিকাশ কর্মী ভূরুঙ্গামারীর বাগভান্ডার এলাকার শুভ কুমার রায় (২৬) নগদ ১৫ লাখ টাকা নিয়ে বিকাশ এজেন্টদের নিকট বিলি করার জন্য মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী থেকে সোনাহাট ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। এরপর দুপুরের দিকে তাকে দক্ষিণ ভরতেরছড়া এলাকা দিয়ে দিয়ে যাওয়ার সময় পিছন থেকে নাগেশ্বরী থানার শান্তিটারি দিঘিরপাড় এলাকার প্রসেনজিত বর্মণ (২৭), বোয়ালেরডাড়া এলাকার  খাদিমুল ইসলাম  (২৭) ও ভূরুঙ্গামারী গনায়ের কুটি গ্রামের মোস্তফা (৩০) তাদের ব্যবহৃত চলন্ত মোটরসাইকেল দিয়ে ইচ্ছাকৃতভাবে বিকাশকর্মীর মোটরসাইকেলে আঘাত করে মাটিতে ফেলে দেয়।

এ ব্যাপারে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, ভূরুঙ্গামারীর বিকাশকর্মীর ১৫ লাখ টাকা ছিনতায়ের মধ্যে মোট ১৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। সেইসাথে এর সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here