কক্সবাজারের উখিয়ায় ২১ কেজি আইসসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। জব্দ হওয়া আইসের আনুমানিক মূল্য প্রায় ১০৫ কোটি ৪৫ লক্ষ টাকা। যা দেশের এ যাবতকালে জব্দকৃত সর্ববৃহৎ মাদক চালান।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান পরিচালনা করে আইসসহ চিহ্নিত মাদক কারবারি বুজরুখ ও তার ২ সহযোগীকে আটক করতে সক্ষম হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির চিত্তবিনোদন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করেন সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার থেকে মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাচারের খবরে বালুখালী বিওপির সদস্যরা কৌশলে অবস্থান নিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে খবর আসে পালংখালী রহমতের বিল এলাকায় বিপুল পরিমাণ আইস পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ফাঁদ পেতে থাকে। একপর্যায়ে পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা মাদক কারবারিদের চ্যালেঞ্জ করলে মাদককারবারিরা তাদের সাথে থাকা দুটি বস্তা মাটিতে ফেলে পালিয়ে যাওয়ার সময় ২১ কেজি ৯০ গ্রাম ওজনের ২০ প্যাকেট আইস উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী, বালুখালী বিওপির ক্যাপ্টেন সাকিবসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।