টিকিট কালোবাজারি ধরতে গিয়ে যুবকের কাছে মিলল ইয়াবা, ৩ মাসের জেল

0

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় রেল স্টেশনে টিকিট কালোবাজারি সন্দেহে তল্লাশি করে খোকন নামের এক যুবকের কাছে ১ পিস ইয়াবা পাওয়া যায়। ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন টিকিট কালোবাজারি মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এক কালোবাজারি দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্টেশনে এক যুবকের আচরণবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছে একটি ট্রেনের টিকিট এবং এক পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। ট্রেনের টিকিটটি যাচাই করে বৈধতা পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here