গোয়ালন্দের পদ্মার চর থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার

0

পাবনা জেলার আমিনপুর উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের যোধপুর থেকে অপহৃত রজব আলী (৪২) নামে এক ব্যক্তিতে অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে ৫ কিলোমিটার দূরে পদ্মার চর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মার চর থেকে তাকে উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত রজব আলীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জে এম সিরাজুল কবীর অপহৃত রাজব আলীকে উদ্ধারের বিয়ষটি স্বীকার করেন। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here