খুলনার দৌলতপুরে বিএল কলেজের পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল জানান, কলেজ কর্তৃপক্ষ মরদেহটি দেখে থানায় ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।