ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে, এ আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে করে দেখা হচ্ছে না যুদ্ধবিধ্বস্ত এই দুই রাষ্ট্রনেতার। খবর বিবিসির।
ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হলে সরাসরি আলোচনায় অংশ নিতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার আলোচনার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছাবেন জেলেনস্কি। সেই সঙ্গে সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন।
সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে মুখোমুখি বৈঠক করেন জেলেনস্কি ও পুতিন। ২০২২ সালের মার্চে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে এরপর দুই দেশের মধ্যে আলোচনা হলেও দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়নি।
তুরস্কে কোনো শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে জেলেনস্কি ঘোষণা দেন যে, তিনি আলোচনায় সরাসরি অংশ নিতে দেশটিতে যাবেন। তার আশা ছিল, হয়তো সেখানে থাকবেন পুতিন।
এদিকে, বুধবার সকালে মধ্যপ্রাচ্য সফরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় গেলে তিনিও যোগ দিতে পারেন।
এই আলোচনার জন্য যুক্তরাষ্ট্র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।