বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে জিয়া পরিষদ গঠনের লক্ষ্যে গতকাল সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি ব্যাংক সিবিএ এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন, সমন্বয়ক উপ-মহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপকের দায়িত্বে) এ.এইচ.এম. মাহবুবুল বাসেত ভূঞা, ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জিয়া পরিষদ, বিডিবিএল’র সভাপতি আবুল বাশার, অফিসার কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি ও সাবেক জিএম হেফজুর রহমান, জিয়া পরিষদ কৃষি ব্যাংক ইউনিটের সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক ইদ্রিস আলী, জিয়া পরিষদ বাংলাদেশ কৃষি ব্যাংক ইউনিটের সভাপতি ও প্রাক্তন জিএম হাফেজ আব্দুল ওদুদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জিয়া পরিবারের শিক্ষক প্রাক্তন সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন।
নতুন কমিটি গঠনে বিস্তারিত আলোচনা শেষে সবার সর্বসম্মতিক্রমে উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা করে ২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং সহকারী মহাব্যবস্থাপক জাহেদকে সভাপতি ও কোষাধ্যক্ষ মিরাজ হোসনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটি ঘোষণা করা হয়। জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন এই ঘোষণা দেন।
বক্তারা ব্যাংকে গত ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের যারা সহযোগিতা করে নিজেদের সুবিধা অর্জন করেছেন, তাদের থেকে বর্তমানে জিয়া পরিষদকে মুক্ত রাখার শপথ নেয়ার আহ্বান জানান।
সভায় বাংলাদেশ কৃষি ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী জিয়া পরিষদসহ সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।