সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাবনগর ও ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় কারখানা দুটির অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার রেগুলেটর জব্দ করে বেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, উপজেলার প্রতাবনগর ও ঝাউচর এলাকায় দীর্ঘ দিন ধরে অবৈধ সংযোগ চালিয়ে আসছে। এতে বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছিল। বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here