রাজস্থানের বিরুদ্ধে রবিবার হাড্ডাহাড্ডি ম্যাচে জিতেছে বেঙ্গালুরু। সেই ম্যাচে ভালো বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ। কিন্তু ম্যাচের মাঝে সতীর্থের উপর মেজাজ হারানোর কারণে তিনি চলে এসেছেন শিরোনামে। স্টাম্প মাইকে স্পষ্ট শোনা গিয়েছে তার চিৎকার।
তখন রাজস্থানের ইনিংস চলেছে। বেঙ্গালুরুর মহিপাল লোমরোর ফিল্ডিংয়ের সময় অনেক বাইরে একটি থ্রো করেন। ফলে রাজস্থানের দুই ব্যাটার অনায়াসে দু’টি রান নিয়ে নেন। সেই সময় মহীপালের উদ্দেশে চিৎকার করে ওঠেন সিরাজ।
রবিবার জস বাটলারকে শূন্য রানে ফিরিয়ে শুরুতেই সুবিধা করে দেন সিরাজ। ম্যাচের পর কোহলি তার উদ্দেশে বলেন, “অসাধারণ বোলিং করল। অতীতেও বাটলারকে আউট করেছে। আমার দেখা সেরা বোলিং পারফরম্যান্স। নতুন বলে ওর দৌড় এবং আত্মবিশ্বাস নজর কাড়ার মতো।”