বেনাপোল কাস্টমসে চলছে কর্মবিরতি

0

সরকার এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত ঘোষণা করায় ফুসে উঠেছে বেনাপোল কাস্টমসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। সংক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি পালন করায় বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। কোনো মালামাল খালাস হচ্ছে না।

একই সাথে বন্দরের কোনো পণ্যের পরীক্ষণ হচ্ছে না এবং একই সাথে কাস্টমস হাউজে হচ্ছে না শুল্কায়ন কার্যক্রম। ফলে দিনের রাজস্ব লক্ষ্যমাত্রা আজ অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। 

আজ সকালে কাস্টমসের পক্ষ থেকে প্রধান ফটকে ঝুলিয়ে দেয়া হয়েছে কলমবিরতির ব্যানার। সকাল ন’টায় অফিসের কার্যক্রম শুরু হলেও কোন কর্মকর্তা কর্মচারীকে টেবিলে দেখা যায়নি। শুল্ক ভবনের ছয় তলায় কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে।

এদিকে এ আন্দোলন কর্মসূচির ব্যাপারে কোনো কর্মকর্তা মিডিয়ার সামনে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here