অস্ট্রেলিয়ায় বসবাসরত এক ভারতীয় নাগরিককে পাঁচ কোরিয়ান নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে সিডনির সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য ধর্ষক বলে আখ্যা দিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সিডনির একটি আদালত সোমবার ভারতীয় নাগরিক বালেশ ধনখড়কে দোষী সাব্যস্ত করেছে।
এছাড়াও এই নির্মমতার চিত্র গোপন ক্যামেরায় ধারণ করার অভিযোগও আছে এই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে।
ডাটা বিশেষজ্ঞ হিসেবে কাজ করে বালেশ। তার বিরুদ্ধে আনা ৩৯টি অভিযোগেই সে দোষী সাব্যস্ত হয়েছে। চলতি বছরের শেষ দিকে কয়েক দফা আপিল শেষে বালেশের শাস্তি ঘোষণা করা হবে।
সূত্র: এনডিটিভি