নতুন ছবিতে একসাথে আমির-হিরানি

0

বলিউড অভিনেতা আমির খান এবং রাজকুমার হিরানির জুটি ‘থ্রি ইডিয়টস’ থেকে ‘পিকে’ তে দর্শকদের মন মাতিয়েছেন। ২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’ এবং ব্লকবাস্টারও হয়। পাঁচ বছর পর এই জুটি আবারও ‘পিকে’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শককে। 

তারপর থেকে ভক্তরা আমির খান এবং হিরানির পরবর্তী ছবির জন্য অপেক্ষায়। এবার হয়তো বা সেই স্বপ্ন পূরণের পথে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাজকুমার হিরানি ছবিটির জন্য তিনটি বিষয় নিয়ে ইতোমধ্যেই ভাবনাচিন্তা করেছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, হিরানি নাকি আমির খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন। আমিরেরও গল্প পছন্দ হয়েছে। রাজকুমার হিরানি এবং আমির দু’জনেই নীতিগত ভাবে ছবিটির বিষয়ে একমত হয়েছেন। ২০২৬ সালে ছবিটির শুটিং শুরু করার কথা ছিল।

আমির-রাজকুমার জুটির ছবির নাম এখনও ঠিক না হলেও, শিগগিরই মুক্তি পেতে চলেছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’ সিনেমাটি। যেখানে কমেডির ছোঁয়াও থাকবে। বর্তমানে রাজকুমার হিরানি তার ওয়েব সিরিজের কাজ শেষ করতে ব্যস্ত এরপরেই আমিরের সঙ্গে নতুন ছবির কাজ শুরু হবে ২০২৬ সালে। আগামী ২০ জুন মুক্তি পাবে ‘সিতার জমিন পর’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here