ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, পীরগঞ্জের ওসি ক্লোজড

0

ঘুষ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে স্ট্যান্ড রিলিজ করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। 

সোমবার তাকে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুুরী।
 
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ থানার ওসি হিসেবে জাকির হোসেনের বিরুদ্ধে যোগদানের পর থেকে নদী, খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিভিন্ন স্থানে জুয়া পরিচালনায় সহযোগিতা, মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের টাকা নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওসি জাকির হোসেনের ঘুষ নেওয়ার ভিডিওটি নিয়ে প্রাথমিক তদন্ত করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে স্টান্ড রিলিজ করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  
এ ব্যাপারে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর বলেন, ‌‘দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে রংপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রাথমিকভাবে ওসি জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here