ভারতীয় এক বিমান যাত্রীর কাণ্ডকীর্তিতে আবারও শোরগোল পড়েছে মাঝ আকাশে। এবারও সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠল এক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে। এরইমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে নিউইয়র্ক থেকে দিল্লির পথে রওনা হওয়া ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। বিমান কর্মীদের দাবি, অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। এবং সেই অবস্থাতেই সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। এরপরই মেজাজ হারিয়ে তার গায়ে মূত্রত্যাগ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।
তবে এবারই প্রথম নয়। এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানেও এক নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছিল এক ভারতীয়। সে নিয়েও হুলস্থুল পড়েছিল।