গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক বৃদ্ধা নিহত ও তার ছেলে আহত হয়েছেন। রবিবার বিকেলে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রহিমা আক্তার (৬০)। তিনি স্থানীয় আদাবই গ্রামের শহিদ তালুকদারের স্ত্রী।
এলাকাবাসী জানান, রবিবার বিকেল ৫টার দিকে রহিমা তার ছেলের সাথে মোটরসাইকেল যোগে হায়দ্রাবাদ এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে ধীরাশ্রম এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রহিমা। এই ঘটনায় আহত হন তার ছেলে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধিন।