প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড। এই জয়ে তারা পেছনে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে এবং চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে এডি হাউয়ের দল।
রবিবার (১১ মে) সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় নিউক্যাসল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জ্যাকব মার্ফির পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো তোনালি।
চেলসির জন্য ম্যাচটি আরও কঠিন হয়ে পড়ে ৩৫তম মিনিটে। নিউক্যাসলের সভেন বোটমানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও চেলসি কিছুটা পজেশন ধরে রাখলেও আক্রমণে কার্যকর হতে পারেনি।
ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। ডি-বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শট বল জালে জড়িয়ে দেয় চেলসির সব প্রত্যাশার ইতি।
এই জয়ের ফলে নিউক্যাসলের পয়েন্ট এখন ৬৬, ৩৬ ম্যাচ শেষে তারা অবস্থান করছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। তাদের ঠিক পরেই আছে ম্যানচেস্টার সিটি, যাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। চেলসি ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে, সমান পয়েন্টে ষষ্ঠ স্থানে আছে অ্যাস্টন ভিলা।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দলই পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার সুযোগ পাবে। সে লক্ষ্যে নিউক্যাসলের এই জয় হতে পারে তাদের মৌসুমের মোড় ঘোরানো মুহূর্ত।