মিরাজের বাদ পড়া ও লিটনকে নিয়ে যা বললেন সালাউদ্দিন

0

জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি মেহেদী হাসান মিরাজকে। দিন কয়েক আগে তাকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল ঘোষিত হয়েছে। এ নিয়ে আলোচনা কম হয়নি। এবার মিরাজকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, কখনো কখনো কৌশলগত কারণে সেরা খেলোয়াড়কেও বাইরে রাখতে হয়। 

সালাউদ্দিন বলেন, মিরাজ বিশ্বের ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার। সে যদি খেলতে পারত আমাদের জন্য ভালো হতো। সে বিপিএলে ভালো পারফর্ম করেছে। কিছু কম্বিনেশনের কারণে কিন্তু সেরা খেলোয়াড়কে আপনার বাইরে রাখতে হচ্ছে।

এমন বক্তব্যে স্পষ্ট, যে কেবল পারফরম্যান্স নয়, কৌশলগত বিষয়টিও স্কোয়াড গঠনে বড় ভূমিকা রাখে। 

এদিকে, লিটন দাসকে ঘিরে জনমানুষের ভুল ধারণা নিয়ে এই টাইগার কোচ বলেন, দেখুন, লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি। কথা কম বলে আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল। বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে ও।

দলের অধিনায়কত্ব নিয়ে সালাউদ্দিন বলেন, বাংলাদেশ দলের অধিনায়ক হওয়া অনেক কঠিন কাজ। বাইরে থেকে যেভাবে সহজ মনে হয়, বাস্তবে তা নয়। অনেক চাপ, দায়িত্ব, সিদ্ধান্ত-সবকিছু সামলাতে হয়।

সূচি অনুযায়ী-১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে পাকিস্তান সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখনও রয়েছে অনিশ্চয়তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here