গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছে গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। বৃহস্পতিবার উপজেলা শহরের চতুরঙ্গ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের নেতৃত্বে উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি ২৫ জন অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য মনগড়া একটি তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) প্রেরণ করে। এই তালিকায় তৎকালীন পাকিস্তান সরকারের চাকরিজীবির নামও ছিল। মুক্তিযোদ্ধারা ওই সব অমুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবি জানান।