মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কুতুবদিয়ায় দুইটি মাছ ধরার নৌকা জেলেসহ আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় শুক্রবার (৯ মে) এই অভিযান পরিচালিত হয়। এসময় নৌকা দুটির মাছ জব্দ করা হয়। উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
পরে বড়ঘোপ জেটিঘাটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন প্রতিটি নৌকাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। মুচলেকা নিয়ে নৌকা দুিটি ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা ২০০ কেজি মাছ স্থানীয় এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।