বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে মেহেরপুরে র‌্যালি

0

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলাপরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেনহাজের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান খন্দকার বদরুদ্দোজার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার সাব্বির মিয়া প্রমুখ।

বিশ্বব্যাপী মানবিক সহায়তার প্রতীক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দুর্যোগ, বিপদ ও সংকটময় মুহূর্তে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here