ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. শাহাদাত (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার রামেরখোলা গ্রাম সংলগ্ন ওভারপাসের নিচ থেকে তার লাশ উদ্ধার করে। সে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহাট গ্রামের হাকিম হাওলাদারের ছেলে। সে ঢাকার কেরানীগঞ্জে বসবাস করতো।
সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে শাহাদাত একজন অটোরিকশা চালক। ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে।