এবার ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে ঢাকাই ছবির শীর্ষ শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’। এরপর ২৪টি হল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাপ্পী চৌধুরী ও মিতুর ‘শত্রু’। ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের হিসেবে সিনেমার দৌড়ে পিছিয়ে নেই ‘শত্রু’ও। হলের সংখ্যা ও দর্শক আগ্রহ বলছে ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘শত্রু’।
রাজধানীর পুরান ঢাকার নিউ গুলসান সিনেমা হলে চলছে বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমা ‘শত্রু’। ঈদের দিন সিনেমাটি দেখতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এসেছে। এ প্রসঙ্গে নিউ গুলশান সিনেমা হলের কর্ণধার মো. আমির হামজা গণমাধ্যমকে বলেন, আমাদের এ এলাকায় শ্রমিকদের সংখ্যা বেশি। এখন তো ৯৫ ভাগ মানুষ ঈদের ছুটিতে আছে। তাই এখন একটু কম দর্শক। তবে এ চিত্র পাল্টে যাবে কয়েকটা দিনের মধ্যেই। আর ‘শত্রু’ সিনেমায় বেশ কিছু ফাইটিং দৃশ্য আছে। অধিকাংশ দর্শক এটা পছন্দ করেছেন। তবে আমি আশাবাদী, সিনেমাটি ভালো চলবে।
এদিকে একাধিক সূত্রে জানা গেছে, ঈদে সিঙ্গেল স্ক্রিনে একচেটিয়া ব্যবসা করছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’, তারপরেই রয়েছে বাপ্পী চৌধুরী ও মিতুর ‘শত্রু’। এছাড়া অনন্ত জলিলের সিনেমা দেখতেও দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। একইসঙ্গে ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন’, ‘পাপ’ ও ‘লোকাল’ ছবিও দর্শক টানছে বলে জানা গেছে। এর মধ্যে সিনেপ্লেক্সে এগিয়ে রয়েছে হরর ছবি ‘জ্বীন’।