তিস্তা পার হওয়ার সময় নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ

0

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের উজানে নৌকা ডুবে কুরফান আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ কুরফান আলী হাতীবান্ধা উপজেলার দোয়ানী সীমান্তবাজার এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

রবিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তিস্তা নদীর উজানে মেয়ের বাড়ি থেকে নৌকাযোগে নদী পারাপারের সময় নৌকা ডুবে গেলে স্থানীয়রা নৌকায় থাকায় ১১ শিশুকে উদ্ধার করতে পারলেও কুরফান আলী নিখোঁজ হন।

এ বিষয়ে দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত কুমার সিং বলেন, নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করছেন। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নির্মল কুমার রায় বলেন, ঘটনাস্থলে এসে খবর নিয়ে রংপুরে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ডুবুরি দল আসলেই উদ্ধারকাজ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here