আগামীকাল সোমবার ৫০ বছর বয়সে পা রাখবেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার। দু’দিন আগেই গতরাতে শনিবার নিজ শহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ চলাকালীন ৫০তম জন্মদিন পালন করছেন টেন্ডুলকার।
শনিবার রাতে মুম্বাইয়ে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। ওই ম্যাচের মধ্যেই কেক কেটে জন্মদিন পালন করলেন টেন্ডুলকার।
টেন্ডুলকার যখন কেক কাটেন তখন তারই মুখোশ পড়ে ‘শচীন, শচীন’ করে ডাকতে থাকেন ক্রিকেট ভক্তরা।
পরে ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে দেয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ‘আমার জীবনের এটাই সবচেয়ে ধীরগতির অর্ধশত রান। আগে কোনও দিন এত দেরি করে ৫০ করিনি।’