ডি ব্রুইনার গোলে টেবিলের তৃতীয়তে উঠে এলো ম্যান সিটি

0

এবারের মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা। ইতিহাদ স্টেডিয়ামে তার শেষ ম্যাচের আগের ম্যাচে গোল পেয়েছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। 

শুক্রবার ইপিএলের ম্যাচে ডি ব্রুইনার একমাত্র গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে সিটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়েও এগিয়ে থাকলো তারা।

ম্যাচের প্রথমার্ধে উলভস ভালো সুযোগ পেলেও সিটি গোলমুখ খোলে ৩৫তম মিনিটে। বাঁ দিক দিয়ে বল কাট করে ডি ব্রুইনাকে দেন জেরেমি ডকু। হোসে সাকে পরাস্ত করে বল জালে জড়ান ডি ব্রুইনা। এরপর স্টেডিয়ামে সিটির দর্শকরা ‘ওহ, কেভিন ডি ব্রুইনা’ চান্ট করতে থাকেন। 

গত মাসে ৩৩ বছর বয়সী মিডফিল্ডার ঘোষণা দেন, চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়বেন তিনি। আকাশি নীল সিটি জার্সিতে হোম স্টেডিয়ামে নিজের শেষের আগের ম্যাচ খেললেন এই তারকা।

ইপিএলে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আপাতত এক ধাপ এগিয়েছে পেপ গার্দিওলার দল। এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের চেয়ে দুই পয়েন্টে এবং চেলসি ও নটিংহাম ফরেস্টের চেয়ে চার পয়েন্টে এগিয়ে তারা। টানা ছয় ম্যাচ জয়ের পর হার দেখা উলভস ১৩তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here