জিনাত আমানকে কেন পুলিশের গাড়িতে করে পালাতে হয়েছিল?

0

বলিউডে ‘আবেদনময়ী নায়িকা’ হিসেবে ঝড় তুলেছিলেন নায়িকা জিনাত আমান। আর সেই খ্যাতির বিড়ম্বনারও কম পোহাতে হয়নি।

‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমার এই নায়িকা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন কেনাকাটা করতে গিয়ে একবার তিনি পড়েছিলেন বেশ বিপাকে।

সাড়ে তিন দশকের বেশি সময় ধরে সিনেমার বাইরে জিনাত আমান। চলতি বছর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেই তিনি শোরগোল ফেলে দেন। ৭১ বছর বয়সী এই অভিনেত্রীর কাণ্ড এখনও বেশ আলোচনায়।

অল্প সময়েই বলিউডে শীর্ষ ছুঁয়েছিলেন জিনাত। অভিনয় করেছিলেন দেব আনন্দ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, বিনোদ খান্নাসহ বাঘা বাঘা নায়কদের সাথে।

১৯৮৫ সালে বিয়ের পর অভিনয় থেকে সরে যান জিনাত। প্রথমে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানকে। তাদের সংসারে মেয়াদ ছিল মাত্র এক বছর।

পরে অভিনেতা মাজহার খানকে বিয়ে করেন জিনাত। বিয়ের ১৩ বছর পর ১৯৯৮ সালে সেই সংসারও ভাঙে। তবে আর অভিনয়ে নিয়মিত হননি তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here