বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী মারা গেছেন

0

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ ক্যানাবারো লুকাস মারা গেছেন। গত বুধবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ১১৬ বছর। ব্রাজিলের এই নারী ক্যাথলিক সন্ন্যাসী (নান) ছিলেন। দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থা কানাবারো সম্পর্কে এসব তথ্য জানিয়েছে।

দ্য কংগ্রেগেশন অব টেরেসিয়ান সিস্টার্স অব ব্রাজিল বুধবার ক্যানাবারোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জীবনের প্রতি ‘উৎসর্গ ও ভক্তি’ দেখানোর জন্য ক্যানাবারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এক শোকবার্তায় লংজেভিকোয়েস্ট জানায়, ক্যানাবারো ছোটবেলায় রোগা ছিলেন। তিনি বেঁচে থাকতে পারবেন কি না, তা নিয়ে ‘অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন’।

ক্যানাবারো শৈশবে একবার প্রায় মারা যেতে বসেছিলেন। সেই যাত্রায় মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ায় তিনি ঈশ্বরের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ ছিলেন।

১৯০৮ সালের ৮ জুন দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুল রাজ্যে জন্মগ্রহণকারী ইনাহ ক্যানাবারো লুকাস তার ২০ বছর বয়সে একজন ক্যাথলিক সন্ন্যাসিনী হয়ে ওঠেন।

ক্যানাবারোর মৃত্যুর পর এখন বিশ্বের প্রবীণতম ব্যক্তির তকমা পেয়েছেন এথেল ক্যাটারহ্যাম। ইংল্যান্ডের সারে অঞ্চলের এই বাসিন্দার বর্তমান বয়স ১১৫ বছর। যুক্তরাষ্ট্রের জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) এবং লংজেভিকোয়েস্ট এ তথ্য জানিয়েছে।

ক্যানাবারোর আগে বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন তোমিকো ইতোকা। জাপানের এই নারী ১১৬ বছর বয়সে গত জানুয়ারিতে মারা যান।

নিজের দীর্ঘায়ু সম্পর্কে ক্যানাবারো বলেছিলেন, ‘ঈশ্বরই জীবনের গোপন রহস্য। সবকিছুর রহস্য তিনিই।’

সূত্র : বিবিসি, এএফপি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here