‘রপ্তানি বৃদ্ধিতে পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী হতে হবে’

0

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান বলেছেন, রপ্তানি বৃদ্ধি এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দেশের পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী হতে হবে। ওয়াশিং টেকনোলজিস্টরা সাশ্রয়ী মূল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমাদের রপ্তানি এবং দেশের অর্থনীতিকে চাঙা করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

বৃহস্পতিবার ঢাকার অদূরে বিরুলিয়ায় কৃষিবিদ সিটির কেজি ইকো রিসোর্ট এবং পিকনিক স্পটে বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের (বিজিডব্লিউটিএফ) ১৪তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পোশাক খাতের বিশিষ্ট অতিথিরা ও বিজিডব্লিউটিএফ -এর সদস্যরা যারা বিভিন্ন পোশাক ওয়াশিং কারখানায় কর্মরত।

বিজিডব্লিউটিএফ সভাপতি মো. আব্দুস সামাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহাসিনুজ্জামান শিশির অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে ম্যাক্সকম ওয়াশিং, আগামী ওয়াশিং লিমিটেড এবং স্টার্লিং ওয়াশিং লিমিটেডের মধ্যে সেরা উন্নয়ন পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিজিডব্লিউটিএফের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান স্বর্ণপদক এবং আজীবন সদস্যপদ লাভ করেন।

ফারুক হাসান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন কারণে ইতোমধ্যেই অনেক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আগামী দিনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই, একসাথে কাজ করে চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তরিত করা উচিত।

তিনি বলেন, পোশাক শিল্প এখন গ্যাস, বিদ্যুৎ এবং কাস্টমস সমস্যাসহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর, আমাদের শুল্কমুক্ত হ্রাস পাবে। তাই, শিল্পের বিকাশের জন্য আমাদের প্রতিযোগিতামূলক এবং সাশ্রয়ী হতে হবে।

বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কথা উল্লেখ করে বিজিএমইএর প্রাক্তন সভাপতি বলেন, দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজন।

অনুষ্ঠানে জানানো হয়, বিজিডব্লিউটিএফ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং ইনস্টিটিউট শিগগরই উদ্বোধন করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here