শেয়ারমূল্য পড়ে যাচ্ছে, টেসলা খুঁজছে নতুন সিইও

0

বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এখন নতুন সিইও খুঁজছে, যিনি এলন মাস্কের স্থলাভিষিক্ত হতে পারেন। শেয়ারমূল্য কমে যাওয়া এবং মাস্কের সরকারি কাজে অতিরিক্ত ব্যস্ততা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের প্রেক্ষিতে বোর্ড একটি বড় সার্চ ফার্ম নিয়োগ করেছে।

তবে মাস্ক নিজেই এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত কিনা, তা স্পষ্ট নয়। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 

টেসলার আট সদস্যের বোর্ড একজন স্বাধীন পরিচালক নিয়োগের কথাও ভাবছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় এক মাস আগে মাস্কের হোয়াইট হাউজকেন্দ্রিক কাজে অতিরিক্ত মনোযোগ এবং শেয়ারের দরপতনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে মাস্ক যুক্তরাষ্ট্র সরকারের “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি”-তে দায়িত্ব পালন করছেন, যেখানে বছরে ১৩০ দিন হোয়াইট হাউজে কাজ করবেন। কোম্পানিতে তাঁর অধীনে ২০ জনের বেশি শীর্ষ কর্মকর্তা কাজ করছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্রায় এক মাস আগে টেসলার শেয়ারমূল্য কমে যাওয়ার প্রেক্ষাপটে এবং মাস্কের হোয়াইট হাউজকেন্দ্রিক কাজে ব্যস্ততা নিয়ে বিনিয়োগকারীদের ক্ষোভের পর বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

সম্ভাব্য সিইওদের তালিকায় আছেন

  • জেবি স্ট্রবল: টেসলার সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য। বর্তমানে রেডউড ম্যাটেরিয়ালস-এর সিইও।
  • টম ঝু: টেসলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডিউক ইউনিভার্সিটি থেকে এমবিএ।
  • স্টেলা লি: চীনা কোম্পানি BYD-এর আমেরিকান অপারেশনের প্রধান।
  • জন ক্র্যাফচিক: Waymo-এর সাবেক সিইও।
  • হোসে মুনোজ: হুন্দাই মোটর-এর বর্তমান সিইও।

এলন মাস্ক আগেই বলেছিলেন, “টেসলার ভবিষ্যৎ শুধু গাড়ি নির্মাণ নয়, বরং রোবোটিকস ও অটোমেশনের নেতৃত্ব দেওয়া—এই দৃষ্টিভঙ্গি বহন করার মতো যোগ্য উত্তরসূরি খুঁজে পাওয়া কঠিন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here