এবারে ঈদে মুক্তি পেয়েছে সালমান খান ও পূজা হেগড়ে অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি নিয়ে অনেকের আগ্রহও ছিল তুঙ্গে।
মুক্তির প্রথম দিনে সালমানের সিনেমাটি আয় করতে পেরেছিল ১৫.৮১ কোটি রুপি। যা অনেককে খানিকটা হতাশ করেছিল।
সবমিলিয়ে দুই দিনে সালমানের সিনেমা আয় করেছে ৪১.৫৬ কোটি রুপি।
আর সিনেমার আয়ের এই হিসেব দিয়ে বলিউড সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ বলেছেন, সালমান তার স্টারডমের পরিচয় দিয়ে চলেছেন। দ্বিতীয় দিনের আয়ে বিনিয়োগকারীরা নিশ্চিতভাবেই স্বস্তি পেল।
সূত্র: এনডিটিভি