রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য রাশিয়া থেকে নেওয়া ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। ইউক্রেনে হামলার পর রাশিয়ার ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বাস্তবতায় মার্কিন ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ানে দ্বিপক্ষীয় লেনদেন নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় দুই দেশ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ পরিশোধে বাংলাদেশ ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমে (সিআইপিএস) ইউয়ান ব্যবহার করবে। মার্কিন ডলারের প্রভাব রুখতে ২০১৫ সালে এই সিস্টেম চালু করে চীন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়া থেকে নেওয়া ঋণ পরিশোধে জটিলতায় পড়তে হয় বাংলাদেশকে। এই পারমাণবিক কেন্দ্রের ঋণ ডলারে নয়, চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ মস্কোকে পরিশোধের মাধ্যমে এবার জটিলতা কাটিয়ে উঠতে পারবে ঢাকা। এ লক্ষ্যে প্রয়োজনীয় অনুমোদনও দিয়েছে বাংলাদেশ।
এর আগে, ২০২০ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তিতে বাংলাদেশের সঙ্গে মুদ্রা অদলবদলের প্রস্তাব দেয় মস্কো। তবে মার্কিন নিষেধাজ্ঞার পর সেখান থেকে পিছিয়ে আসে। এরপর রাশিয়ার তৈরি পেমেন্ট চ্যানেল-সিস্টেম ফর ট্রান্সফার অব ফিন্যান্সিয়াল ম্যাসেজেস (এসপিএফএস)-এ বাংলাদেশকে যোগ দেওয়ার প্রস্তাব করা হয়। অন্যদিকে বাংলাদেশ ২০১৮ সাল থেকে ইউয়ানে বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দেয় রাশিয়াকে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, মার্কিন নিষেধাজ্ঞার ফলে ঋণ পরিশোধ স্থগিত হয়ে যাওয়ায় কোন ব্যবস্থায় পেমেন্ট করা হবে সে বিষয়ে রাশিয়ার সঙ্গে একাধিক বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক।