আইপিএলের মাঝেই ধাক্কা খেতে পারে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট চলাকালীন শাস্তির মুখে পড়তে হতে পারে পাঁচজন অধিনায়ককে। সেই তালিকায় রয়েছেন- রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল , সঞ্জু স্যামসন এবং ফাফ ডু’প্লেসি।
আইপিএল চলাকালীন নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মন্থর বোলিংয়ের জন্য আগেই জরিমানার মুখে পড়তে হয় কয়েকজন অধিনায়ককে। সেই তালিকায় এই পাঁচজন রয়েছেন।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একই দোষে শাস্তি পান কেএল রাহুল। একই ম্যাচে জরিমানা হয় সঞ্জু স্যামসনেরও। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য শাস্তির কবলে পড়েন ডু’প্লেসি।
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচে মন্থর বোলিং হলে অধিনায়কের ১২ লাখ টাকা কেটে নেওয়া হয়। আবার তার পুনরাবৃত্তি হলে টাকার অঙ্ক হয় দ্বিগুণ। অর্থাৎ ২৪ লাখ টাকা কেটে নেওয়া হয়। তৃতীয়বার একই ভুলের পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট অধিনায়ককে এক ম্যাচ নির্বাসিত করা হয়।
এখনও মাঝপথে পৌঁছায়নি এবারের আইপিএল। তাই নির্বাসনের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এই পাঁচ অধিনায়কের।