২০ জনেরও বেশি জার্মান কূটনীতিককে রাশিয়া ছাড়ার আদেশ দিচ্ছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা শনিবার এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাখারোভা বলেন, সম্প্রতি রুশ কূটনীকিদের গণহারে বহিষ্কার করেছে বার্লিন। তার জবাবেই এই পদক্ষেপ নিচ্ছে মস্কো।
বিবৃতিতে বলা হয়, ‘জার্মানির রুশ দূতাবাস থেকে কূটনীতিকদের গণহারে বহিষ্কারের নিন্দা জানাচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্লিন সচেতন ভাবে রাশিয়া ও জার্মানির মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে ধ্বংস করছে।’
‘বার্লিনের এই নিষ্ঠুর পদক্ষেপের জবাব দিতেই জার্মান কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মস্কো।’
সূত্র: দ্য ইকোনমিক টাইমস, রয়টার্স