বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক বাবর?

0

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সব সংস্করণে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন বাবর আজম। এমনটাই জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড।

দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, এখন অন্তত এই বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্বে থাকছেন বাবর। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও আসছে।

তবে শেঠি সম্প্রতি শর্তসাপেক্ষে বাবরকেই পাকদের অধিনায়ক হিসেবে সমর্থনের প্রস্তাব দিয়েছেন। তার ভাষ্য, যতক্ষণ দল জিততে থাকবে, ততক্ষণ পাকিস্তানের অধিনায়ক পরিবর্তন করা হবে না।

এদিকে পাকিস্তান দলে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে মিকি আর্থারকে নিয়োগ দিয়েছে পিসিবি। বৃহস্পতিবার আর্থারের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিসিবি। আর দায়িত্ব নেওয়ার পর বাবরের অধিনায়কত্ব নিয়েও নাকি সবুজ সংকেত দিয়েছেন আর্থার।

সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে এসেছেন আর্থার। সফরকালে পিসিবির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকও করেন আর্থার। এ সময় তিনি বাবরকেই পাকিস্তানের অধিনায়ক রাখার পক্ষে ভোট দিয়েছেন। এই প্রোটিয়া কোচের ভাষ্য, পাকিস্তান দলকে সঠিক পথে পরিচালনা করার সক্ষমতা বাবরের আছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here