রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদকাল শেষ হচ্ছে আজ রবিবার। আগামীকাল সোমবার শপথ নেবেন মো. সাহাবুদ্দিন।
নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
১৯৭০ সালে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে ৭ বার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল হামিদ।