নিষিদ্ধ হওয়ার আগেই ছিটকে গেলেন রুডিগার

0

এন্টোনিও রুডিগার কয় ম্যাচ নিষিদ্ধ হবেন—এটাই ছিল আলোচনা। কিন্তু সেই আলোচনার ভেতরেই এলো নতুন খবর। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে রিয়াল মাদ্রিদ্রের এই ডিফেন্ডারকে। মঙ্গলবার রুডিগারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এক বিবৃতিতে মাদ্রিদ বলেছে, ‘আজ আমাদের খেলোয়াড় এন্টোনিও রুডিগারের বাম হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের তত্ববধানে অভিজ্ঞ সার্জেন ড. ম্যানুয়েল লেয়েস রুডিগারের অস্ত্রোপচার করেন। খুব শিগগিরই রুডিগার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’

একটি সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে আগামী দুই মাস হয়তো রুডিগারের আর মাঠে নামা হচ্ছে না। অর্থাৎ লা লিগার এ মৌসুমে তার আর খেলা হচ্ছে না। একইসঙ্গে এ বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ক্লাবের লক্ষ্য প্রাক-মৌসুমে এই সেন্টার-ব্যাক পুরোপুরি সুস্থ করে তোলা। এক্ষেত্রে রিয়াল কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না।

রুডিগারের নিষিদ্ধ হওয়ার আলোচনার কারণ গত শনিবারের কোপা দেল রে ফাইনাল, যেখানে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারে রিয়াল। শেষ বাঁশি বাজার মিনিট দেড়েক আগে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বেঞ্চ থেকে তেড়ে গিয়েছিলেন রুডিগার। সতীর্থরা তাকে টেনে ধরে থামান। তখন রিয়ালের বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার প্রতি কিছু একটা ছুড়ে মারা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এক টুকরা বরফ ছুড়ে মারা হয়েছিল রেফারির প্রতি এবং এই কাজটি রুডিগারই করেছেন। 

তখনই আলোচনা শুরু হয়, এমন কাজের জন্য বড় ধরনের শাস্তি পেতে পারেন রুডিগার। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইফ) আচরণবিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞাও পেতে পারেন তিনি।

বিবিসি জানিয়েছে, তার এই আচরণকে আরও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হলে তিন মাস থেকে সর্বোচ্চ এক বছরও নিষিদ্ধ হতে পারেন রুডিগার। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে আরএফইফের শৃঙ্খলা কমিটি।

রুডিগার অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। কিন্তু তাতেও তার শাস্তি না–ও কমতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার। কিন্তু সেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসার আগেই রুডিগার মাঠ থেকেই ছিটকে পড়লেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here