কুয়াকাটায় যুবকের লাশ উদ্ধার

0

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন যশোরের চৌগাছার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন বিশ্বাস সাভারের আশুলিয়ায় বসবাস করেন। গত শুক্রবার তার ছোট স্ত্রী গঙ্গা রাণীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন রিপন। শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বড় স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়। রাতে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান রিপনকে। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here