এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে অ্যানিমেটেড ইমোজি ফিচার। এই ফিচারের জন্য হোয়াটসঅ্যাপ লোট্টিই লাইব্রেরির সঙ্গে যুুুক্ত হয়েছে। দুই প্রতিষ্ঠান মিলে এই অ্যানিমেটেড ইমোজি তৈরি করছে। খুব শিগগিরই ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। খবর এনগেজেট।
ওয়েবেটাইনফো একটি নতুন জিআইএফ পোস্ট করেছে। এই অ্যানিমেটেড ইমোজিগুলো স্ক্রিনে কেমন লাগবে দেখতে তা ওই পোস্টে দেখানো হয়েছে।
নতুন এই অ্যানিমেটেড ইমোজি ফিচার এলে হোয়াটসঅ্যাপে চ্যাট করার যে অভিজ্ঞতা সেটা পুরোটাই বদলে যাবে। আরও অনেক বেশি মজার মনে হবে।