কানাডার সঙ্গে ‌‘সম্পর্ক জোরদারে’ অধীর অপেক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

0

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। 

মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এক বিবৃতিতে মার্ক কার্নিকে উদ্দেশ করে স্টারমার বলেন, নির্বাচনি জয়ের জন্য আপনাকে অভিনন্দন। যুক্তরাজ্য ও কানাডা সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, অংশীদার ও বন্ধু।’ 

তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যকার এ অংশীদারিত্ব অভিন্ন ইতিহাস ও মূল্যবোধের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমি আমাদের সম্পর্ক আরো জোরদার করার জন্য উন্মুখ।’

সূত্র : এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here