বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা

0

বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের প্রথম শ্রেণির ম্যাচ খেলবে তারা। এই সফরে ওডিআই দলের নেতৃত্ব দেবেন নিক কেলি এবং চারদিনের ম্যাচে অধিনায়কত্ব করবেন জো কার্টার।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে অভিষেক হয়েছে নিক কেলি, রিস মারিউ ও মোহাম্মদ আব্বাসের। এই সিরিজে অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস মাত্র ২৪ বলে অভিষেকে দ্রুততম ফিফটি করে নজর কাড়েন। কেলি ও মারিউ ছিলেন প্লানকেট শিল্ডে শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে।

দলে আছেন উইকেটকিপার মিচ হে, যিনি পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেছিলেন। অলরাউন্ডার জশ ক্লার্কসনও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

দলের পেস আক্রমণে থাকছেন অভিজ্ঞ জ্যাক ফোল্কস ও বেন লিস্টার। লেগ স্পিনার রয়েছেন আদি আশোক।

দলের কোচ বব কার্টার বলেন, ‘অনেক খেলোয়াড়ের জন্য এটি প্রথমবার উপমহাদেশে খেলার অভিজ্ঞতা হবে। এটি তাদের জন্য একটি চ্যালেঞ্জ এবং দক্ষতা উন্নয়নের বড় সুযোগ।’

সফরের সূচি অনুযায়ী, একদিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে ৫, ৭ ও ১০ মে। এরপর প্রথম চারদিনের ম্যাচ সিলেটেই ১৪ থেকে ১৭ মে এবং দ্বিতীয়টি ঢাকায় ২১ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোয়াড:  
মোহাম্মদ আব্বাস, আদি আশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বল অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোল্কস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হিফি, নিক কেলি (সাদা বল অধিনায়ক), জেডেন লেননক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস।

সূত্র: ক্রিকইনফো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here