সুকেশ-জ্যাকুলিনের প্রেম আসছে বড়পর্দায়!

0

জেলখানাতে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্ডেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি পাশাপাশি দামি উপহারও। জন্মদিন হোক বা ভালোবাসা দিবস প্রেমিকাকে কখনও বুঝতে দেন না যে তিনি কাছে নেই। 

তাদের এই প্রেম সব সময় বলিউডের হট টপিক। এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সুকেশ ও জ্যাকুলিনের প্রেম উঠে আসবে বড়পর্দায়। এই খবর ২০২১ সালে সুকেশই প্রথম জানিয়েছিলেন। তবে সেই সময় এই কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন জ্যাকুলিন। 

প্রতিবেদনে আরও বলা হয়, সুকেশ ও জ্যাকুলিনের প্রেমকাহিনি নির্ভর তথ্যচিত্রের প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। কারণ, জ্যাকুলিন ছাড়া এই গল্পের মাত্রা উন্নত হবে না বলে মনে করছেন নির্মাতারা। যদিও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে এখনও সাড়া দেননি অভিনেত্রী। তবে মনে করা হচ্ছে, ইতিবাচক দিকেই এগোবে এই তথ্যচিত্রটির কাজ। 

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ মে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০-বি ধারায় গ্রেফতার করা হয় সুকেশ চন্দ্রশেখরকে। এছাড়াও একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। 

গত মাসে বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও এখনও তিনি জেলেই রয়েছেন কারণ তার বিরুদ্ধে চলছে আরও একাধিক মামলা। ২০২২ সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকুলিনকে একাধিক দামী উপহার কিনে দিতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here