খেলাপি ঋণ আদায় : এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা নিলামে

0

এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং ভোজ্যতেল কারখানাসহ ১ হাজার ১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখার মাধ্যমে ব্যাংকটি এই নিলাম ডেকেছে। গ্রুপটির কাছে এই তিন প্রকল্পের বিপরীতে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার পাওনার পরিমাণ ২ হাজার ১৮০ কোটি টাকা।

রবিবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় গ্রুপের গ্রাহক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন এবং এস আলম ভেজিটেবল অয়েল। এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের এমডি ওসমান গনি, চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও হালিমা বেগম, এবং স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক ও হাসান ইকবাল রয়েছেন। অন্যদিকে, এস আলম পাওয়ার জেনারেশনের এমডি মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান ও এখলাসুর রহমান এবং এস আলম ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান ফারজানা পারভীন ও এমডি মোহাম্মদ শহীদুল আলম।

২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত সুদ (বা ইসলামী ব্যাংকের পরিভাষায় ‘লভ্যাংশ’) যুক্ত করে এসব প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ টাকা। এই পাওনা আদায়ে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারায় নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

এর আগে, গত ২০ এপ্রিল ইসলামী ব্যাংক প্রায় ১১ একর জমি এবং একটি চিনিকল নিলামে তোলে ইসলামী ব্যাংক, যার বিপরীতে ব্যাংকের পাওনা ছিল ৯ হাজার ৯৪৮ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here