আবারও ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি

0

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হলো। যদিও এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, রবিবার দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ করে। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী।

যদিও এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারাও। পহেলগামে ভয়াবহ হামলার পর এ নিয়ে টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হলো।

এনডিটিভি বলছে, গত সপ্তাহে দুই দেশের মধ্যে উত্তেজনার বাড়ার পর পুঞ্চ সীমান্তে এই প্রথম দুই পক্ষের গুলি বিনিময় হলো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গতকাল রবিবার আরআইএ নভোস্তিকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন,
আমি মনে করি রাশিয়া, চীন এমনকি পশ্চিমা দেশগুলোও এই সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করতে পারে এবং তারা এমনকি একটি তদন্ত দলও তৈরি করতে পারে..। ভারত সত্য বলছে না কি মিথ্যা বলছে তা আন্তর্জাতিক তদন্ত দলকে খুঁজে বের করতে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here