টানা ছয় অ্যাওয়ে ম্যাচ জিতে শীর্ষে বেঙ্গালুরু

0

চলতি আইপিএলে প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার গড়লো নতুন ইতিহাস। দিল্লি ক্যাপিটালসকে তাদের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় ৬ উইকেটে হারিয়ে টানা ছয়টি অ্যাওয়ে ম্যাচ জয়ের নজির স্থাপন করেছে দলটি। 

দিল্লির ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। মাত্র ২৬ রানে তারা হারায় তিনটি উইকেট। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার গড়েন ১১৯ রানের দুর্দান্ত জুটি। 

কোহলি করেন ৪৭ বলে ৫১ রান, যেখানে ছিল চারটি বাউন্ডারি। তিনি যখন আউট হন, তখন জয়ের জন্য দরকার মাত্র ১৮ রান। এরপর মাঠে নামেন অস্ট্রেলিয়ান পাওয়ার হিটার টিম ডেভিড। তার বিধ্বংসী ইনিংসেই ১৮.৩ ওভারে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। 

মাত্র ৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন ডেভিড। অন্যদিকে ক্রুনাল পান্ডিয়া খেলেন ম্যাচজয়ী ইনিংস—৪৭ বলে ৫ চার ও ৪ ছয়ে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ইনিংস থেমে যায় ৮ উইকেটে ১৬২ রানে। ওপেনার অভিষেক পোরেল ১১ বলে ২টি চার ও ২টি ছয়ে করেন ২৮ রান। সর্বোচ্চ রান আসে লোকেশ রাহুলের ব্যাট থেকে—৩৯ বলে ৪১। তবে ইনিংসটি ছিল ধীরগতির। ট্রিস্টান স্টাবস ১৮ বলে ঝোড়ো ৩৪ রান করে কিছুটা লড়াইয়ের আশা জাগিয়েছিলেন।

বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট, দুটি উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড।

এই জয়ে বেঙ্গালুরু ১০ ম্যাচে সপ্তম জয় তুলে নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস এক ধাপ করে নিচে নেমে গেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here