সিডনিতে বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরামের ডে ক্যাম্প

0

সিডনিতে বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরাম অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও ডে ক্যাম্প। শনিবার (২৬ এপ্রিল) সিডনির ধানসিঁড়ি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী স্কাউট কর্মকর্তা ও সদস্যরা পরিবার-পরিজনসহ অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র রোভার মেট ওমর ফারুক পিআরএস। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আলাউদ্দিন আলোক উডব্যাজার। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ফোরামের সম্পাদক এবং বাংলাদেশ নৌ অঞ্চলের স্কাউট কর্মকর্তা মোহাম্মদ খালেদ পিএস পিআরএস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্যারামাটা সিটির সাবেক কাউন্সিলর ও অস্ট্রেলিয়ান স্কাউটসের কর্মকর্তা ড. শাহাদত চৌধুরী, এয়ার স্কাউট মোহাম্মদ রিজওয়ান হোসেন পিএস, স্কাউটস ফাউন্ডেশনের সদস্য দেলোয়ার হোসেন, নৌ অঞ্চলের মনিরুজ্জামান মিয়া পিএস, স্কাউটার মোহাম্মদ কামরুজ্জামান বাপ্পি, নাসিমা আক্তার এএলটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র রোভার মেট ড. আলমগীর খান, নৌ স্কাউটার সেলিম শুভ, মোহাম্মদ কাজিন আহমদ সিকদার, বৃষ্টি জামাল, মুনমুন, তাসনুবা তারিন এবং কে এম ধ্রুব পিএস প্রমুখ।

আলোচনা পর্ব শেষে সিডনির রোটারী পার্কে অনুষ্ঠিত হয় খেলাধুলা, চা চক্র এবং পারিবারিক মিলনমেলা।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here