পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা।
রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন। পরে চাকরিপ্রার্থীরা মিলে একটি মানবপ্রাচীর তৈরি করেন।
এর আগে পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের সঙ্গে কথা বলার পরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন।