লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলার অভিযোগ

0

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনে হামলা করেছে ভারতীয় প্রবাসীরা। এমনটাই অভিযোগ করেছেন লন্ডনে পাকিস্তান হাইকমিশনে কর্মকর্তারা। রবিবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যদিও এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনে হামলা করেছে ভারতীয় প্রবাসীরা। এ সময় তারা হাইকমিশনের বিল্ডিংয়ের কাঁচ ভেঙে ফেলেছে। এরপর এর ভেতর দিয়ে লাল রঙ নিক্ষেপ করেছে। এ ঘটনায় স্থানীয় মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।

এর একদিন আগে, দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে। সে সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছিল স্থানীয় পুলিশ। এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনা এবং পাল্টাপাল্টি অভিযোগের ফলে পাকিস্তান ও ভারতের সম্পর্ক ফের তলানিতে পৌঁছেছে। এর জেরে পাল্টপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে।

সূত্র : জিও নিউজ ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here