ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বন্যহাতি তাড়াতে গিয়ে উল্টো হামলায় এক কৃষকের মৃত্য হয়েছে। মৃত ফরজুল ইসলাম (৩৫) কাটাবাড়ি গ্রামের প্রয়াত ফজর আলীর ছেলে।
শনিবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। হালুয়াঘাট মডেল থানার ওসি মো. শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, হাতি তাড়ানোর এক পর্যায়ে উল্টো তাদের তাড়া করে বন্যহাতির পাল। তাড়া খেয়ে অন্যরা পালিয়ে বাঁচতে পারলেও ফরজুল ফিরে আসতে পারেননি। হাতির পালের পদপিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। হাতির পাল চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন; কিন্তু পথেই ফরজুলের মৃত্যু হয়।
নিহতের পরিবারের খোঁজ নিতে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান জানান, কৃষক ফরজুল ইসলাম কিছু জমি বর্গা নিয়ে সীমান্তে চাষ করে আসছিলেন। ফসল রক্ষায় তার সাহসী ভূমিকা ছিল। হাতির আক্রমণ ঠেকাতে তার মৃত্যু ঘটে। পরিবারটি উপার্জনক্ষম ব্যক্তি হারালো।
এসময় এই বন্যহাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে ও জনসাধারণের জানমাল রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনসহ বনবিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা জানান, নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করে অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি শাহীনুজ্জামান খান জানান, এর আগে গত ১৯ এপ্রিল পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে হাতির আক্রমণে সুমন মিয়া (১৫) নামে এক কিশোর মারা যায়।