মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতা নিহত

0

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধে বাশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজল হক (৫০) নিহত হয়েছেন। ফজল হক উপজেলার বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। আজ রবিবার সকালে উপজেলার বংশীনগর এলাকায় ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় আহত মনির হোসেন (নিহত ফজল হকের ছেলে) ও মরিয়ম বেগমকে (নিহত ফজল হকের স্ত্রী) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজল হক ও তার ভাতিজা পারভেজের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন নিহত ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখল নিতে যায়। এ সময় ফজল হক ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘ফজল হক বাশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হিসাবে আজ দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। ওই জমি নিয়ে ইতোপূর্বে কয়েকটি গ্রাম্য শালিস হয়েছে। আজ হঠাৎ ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাহসহ ২৫-৩০ জন ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।’

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here